1. admin@ekdeshi.com : Ekdeshi :
  2. editor@ekdeshi.com : Ek Deshi : Ek Deshi
  3. editorch@ekseshi.com : Cherag Ali : Cherag Ali
অবশেষে চূড়ান্ত হলো লঙ্কা সফরের সূচি

অবশেষে চূড়ান্ত হলো লঙ্কা সফরের সূচি

  • সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

অবশেষে চূড়ান্ত হলো লঙ্কা সফরের সূচি

শ্রীলঙ্কার সাথে এর আগে দুই দফা টেস্ট সিরিজ পিছিয়ে গেছে। এজন্য বিষয়টিকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সাথে নিয়মিত খোঁজখবর রাখছে স্থগিত হওয়া সাদা পোশাকের ম্যাচ দুটি নিয়ে।

অবশেষে জট খুললো, জানা গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি।

সবকিছু ঠিক থাকলে আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে মমিনুল হকরা। এরপর ২১ এবং ২৯ এপ্রিল দুই টেস্টে স্বাগতিকদের মোকাবেলা করবে সফরকারীরা। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ভেন্যু সম্পর্কে এখনও স্পষ্ট কিছু না জানানো গেলেও আকরাম খান ধারণা দিলেন, গলেই হবে সাদা পোশাকের ম্যাচ দুটি, ‘এটা চূড়ান্ত যে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। নিউজিল্যান্ড থেকে এসে তিন থেকে চারদিন পরই আমরা সেখানে চলে যাবো।

‘ওরা স্বাগতিক হওয়ায় ভেন্যু এবং সংশ্লিষ্ট সবকিছু চূড়ান্ত করবে কিছুদিনের মধ্যে। যতটুকু জানি একই ভেন্যুতে দুই টেস্ট হবে।’

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চাচ্ছে আমরা যেন কলম্বোর বাইরে থাকি। তবে আমরা কলম্বোতে থাকার চেষ্টা করছি। সেক্ষেত্রে ভালো সুবিধা পাওয়া যাবে। দুই তিনদিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে। গলের সম্ভাবনা আছে। ওরাই আমাদের জানাবে।’ যোগ করেন আকরাম খান।

শেয়ার করুন:

আরোও খবর...
© All rights reserved ©Ekdeshi.com