1. admin@ekdeshi.com : Ekdeshi :
  2. editor@ekdeshi.com : Ek Deshi : Ek Deshi
ইয়ারফোন ব্যাবহার করেন? জেনে নিন জরুরী তথ্য

ইয়ারফোন ব্যাবহার করেন? জেনে নিন জরুরী তথ্য

  • সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

প্রযুক্তির উন্নতিতে উন্নয়নের তালে তাল মেলাচ্ছে মানুষ৷ কিন্তু এই উন্নতির মধ্যেই লুকিয়ে রয়েছে ক্ষতিও। তেমনই একটি ছোট্ট উদাহরণ হল ‘ইয়ারফোন’, যা ফোনের বা ল্যাপটপের সঙ্গে ব্যবহার করেন অনেকে৷ইয়ারফোনের বেশি ব্যবহারে যে ৫টি ক্ষতি হচ্ছে আমাদের-

 

কানে বায়ু চলাচলে অসুবিধা –
ফোনে সরাসরি কান না রেখে অনেকেই ইয়ারফোন ব্যবহার করে থাকেন৷ এর দীর্ঘক্ষণ ব্যবহারে কিন্তু কানে বায়ু চলাচলে সমস্যা দেখা দিতে পারে এবং এর ফলে সংক্রমণ হতে পারে যা আপনার কানের ক্ষতি করবে৷

 

শ্রবণশক্তি হ্রাস –
পরীক্ষা করে দেখা গেছে ইয়ারফোনে ৯০ ডেসিবলের উপর শব্দ শুনলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে৷ শ্রবণশক্তি চিরতরের মতো হারিয়েও যেতে পারে এমনই অভিমত অনেক বিশেষজ্ঞের। ১০০ ডেসিবলের ওপর মাত্র ১৫ মিনিট ইয়ারফোন ব্যবহার করলে শ্রবণশক্তি নষ্ট হতে পারে।

 

শ্রবণশক্তির জড়তা –
কিছু সমীক্ষায় দেখা যায়, যারা নিয়মিত ইয়ারফোন ব্যবহার করেন এবং তারা উচ্চ শব্দে মিউজিক শোনেন তাদের কানে জড়তা চলে আসে।

 

মস্তিষ্কের উপর বিরুপ প্রতিক্রিয়া –

ইয়ারফোন থেকে একপ্রকার তড়িত-চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়, যার ফলে অধিক সময় ধরে ইয়ারফোনের ব্যবহার মস্তিষ্কের ক্ষতি করতে পারে বলে মনে করা হয়৷

 

ইনফেকশনের সমস্যা-

ইয়ারফোন ব্যক্তিগত থাকাই উচিত৷ কিন্তু অনেকেই তা বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে থাকে। এতে কানে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই৷ তাই এই বিষয়ে সচেতন থাকতে হবে প্রত্যেককে৷

 

উল্লেখ্য কম ভলিউমে ইয়ারফোন ব্যবহার করা উচিত তাও বেশীক্ষণ নয়৷ এবং রাস্তায় চলতে গিয়ে এসব ব্যবহার না করাই ভালো৷ আপনার সুরক্ষা আপনারই হাতে৷

শেয়ার করুন:

আরোও খবর...
© All rights reserved ©Ekdeshi.com