করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায়, নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হবে।
বুধবার (২১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানায়।
সূত্র জানায়, ৪ এপ্রিলের ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে দেশের ৩৬টি জেলার ৩০ লাখ ৯৪ হাজার ২৪৯ হেক্টর ফসলি জমির মধ্যে ১০ হাজার ৩০১ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ এবং ৫৯ হাজার ৩২৬ হেক্টর ফসলি জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।