1. admin@ekdeshi.com : Ekdeshi :
  2. editor@ekdeshi.com : Ek Deshi : Ek Deshi
  3. editorch@ekseshi.com : Cherag Ali : Cherag Ali
গোল না করেও জিতল ম্যানইউ

গোল না করেও জিতল ম্যানইউ

  • সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
গোল না করেও জিতল ম্যানইউ
গোল না করেও জিতল ম্যানইউ

গোল না করেও জিতল ম্যানইউ

 

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

 

ম্যাচের প্রথমার্ধে দুদলের কেউ গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ম্যানচেস্টার। ৫৩ মিনিটে আত্মঘাতী গোল করেন ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার ক্রেইগ ডসন।

এরপরই অনেকবারই চেষ্টা করে ওয়েস্ট হ্যাম আর গোল দিতে পারেনি।

২৯ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট দ্বিতীয় অবস্থানে রয়েছেন ম্যানইউ। অন্যদিকে ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে প্রথমে রয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হ্যাম ২৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

শেয়ার করুন:

আরোও খবর...
© All rights reserved ©Ekdeshi.com