1. admin@ekdeshi.com : Ekdeshi :
  2. editor@ekdeshi.com : Ek Deshi : Ek Deshi
চট্টগ্রামে সন্ধ্যা থেকে ওষুধ-কাঁচাবাজার ছাড়া সব বন্ধ

চট্টগ্রামে সন্ধ্যা থেকে ওষুধ-কাঁচাবাজার ছাড়া সব বন্ধ

  • সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
চট্টগ্রামে সন্ধ্যা থেকে ওষুধ-কাঁচাবাজার ছাড়া সব বন্ধ
চট্টগ্রামে সন্ধ্যা থেকে ওষুধ-কাঁচাবাজার ছাড়া সব বন্ধ

চট্টগ্রামে সন্ধ্যা থেকে ওষুধ-কাঁচাবাজার ছাড়া সব বন্ধ

ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে সব দোকান-পাট বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া এবং গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি বলেন, চট্টগ্রামে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সব খাবার হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ থাকবে। শুধু খোলা থাকবে ওষুধের দোকান ও কাঁচাবাজার। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানান মমিনুর রহমান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। নির্দেশনা অমান্য করলে এই আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ করোনা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এই জেলায় এ পর্যন্ত শনাক্তের সর্বোচ্চ সংখ্যা।

শেয়ার করুন:

আরোও খবর...
© All rights reserved ©Ekdeshi.com