1. admin@ekdeshi.com : Ekdeshi :
  2. editor@ekdeshi.com : Ek Deshi : Ek Deshi
  3. editorch@ekseshi.com : Cherag Ali : Cherag Ali
নিষেধাজ্ঞায়ও রমজানের প্রথম জুমায় মুসল্লির ঢল, বিশেষ দোয়া

নিষেধাজ্ঞায়ও রমজানের প্রথম জুমায় মুসল্লির ঢল, বিশেষ দোয়া

  • সময় : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
নিষেধাজ্ঞায়ও রমজানের প্রথম জুমায় মুসল্লির ঢল, বিশেষ দোয়া
নিষেধাজ্ঞায়ও রমজানের প্রথম জুমায় মুসল্লির ঢল, বিশেষ দোয়া

নিষেধাজ্ঞায়ও রমজানের প্রথম জুমায় মুসল্লির ঢল, বিশেষ দোয়া

পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজের পর প্রাণঘাতী করোনা থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ শুক্রবার জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এ সময় দেশ-বিদেশের করোনা রোগীদের দ্রুত সুস্থতা এবং বাকিদের সুরক্ষায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

সরকারি বিধিনিষেধের বিষয়ে মুসল্লিদের জানাতে নামাজের আগে মসজিদের মাইক থেকে ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, বাসা থেকে সুন্নত নামাজ আদায় করে মাস্ক পরে মসজিদে আসবেন। জুমার নামাজ শুরুর আগমুহূর্তে ভেতরে প্রবেশ করে ফাঁকা হয়ে দাঁড়াবেন।

এর ফলে মসজিদে মুসল্লিদের উপস্থিতি যেমন কম ছিল, তেমনই খুতবাও সংক্ষিপ্ত করা হয়। সীমিত পরিসরে নামাজ শেষে দোয়া করে দ্রুত বিদায় নেন মুসল্লিরা।

এদিকে, জুমার নামাজ শেষে সাম্প্রতিক সময়ে বিক্ষোভের অভিজ্ঞতা থেকে বায়তুল মোকাররম ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্যরা অবস্থান নেন। পুরানা পল্টন, দৈনিক বাংলা, জিরো পয়েন্টসহ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে করোনা থেকে মুক্তির জন্য মুসল্লিরা আল্লাহর কাছে মোনাজাত করেন। এসব দোয়ায় নেতৃত্ব দেন সংশ্লিষ্ট মসজিদের ইমাম সাহেবরা।

প্রসঙ্গত, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। একদিনে সর্বোচ্চ মৃত্যুর এই রেকর্ড নিয়ে মোট মারা গেল ১০ হাজার ১৮২ জন।

শেয়ার করুন:

আরোও খবর...
© All rights reserved ©Ekdeshi.com