পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিজেদের সদস্যপদ থেকে বহিষ্কার করেছে ফিফা। পাকিস্তান ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পড়েছে- এই অভিযোগে বহিষ্কারের আদেশ জারি করেছে ফুটবলের আন্তর্জাতিক অভিভাবক সংস্থাটি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফিফা।
ফিফার সদস্যভূক্ত পৃথিবীর প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে চলতে হবে ফুটবলের আন্তর্জাতিক সংস্থাটির নিয়মানুসারে। এই নিয়মের ব্যাত্যয় ঘটলেই ফিফা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। পৃথিবীর প্রতিটি দেশের জন্যই এই নিয়ম প্রযোজ্য।
ফিফার নিয়ম হলো, প্রতিটি দেশের ফুটবল ফেডারেশন চলবে তার নিজস্ব সংবিধান অনুসারে। সেখানে সরকার কিংবা তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চলবে না। যে কারণে নানা সময়ে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনকে পড়তে হয়েছে নিষেধাজ্ঞার মুখে।
পাকিস্তানকে বহিষ্কারের কারণ সম্পর্কে ফিফা জানিয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। যা সংবিধানের গুরুতর লঙ্ঘণ। এমনকি ফিফার নিয়মেরও বহির্ভূত কর্মকাণ্ড।
পাশাপাশি আজ থেকেই এই আদেশ জরুরিভিত্তিতে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। তবে কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে, তা জানানো হয়নি। এর ফলে আগামীদিনে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টেই অংশ নিতে পারবে না পাকিস্তান জাতীয় ফুটবল দল কিংবা সে দেশের কোনো ক্লাব। সুতরাং, অনিশ্চিত অন্ধকারের মধ্যে ডুবে গেলো দেশটির ফুটবলাররা।
এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘লাহোর শহরের উত্তরাঞ্চলে অবস্থিত পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) কার্যালয় দখল করে নিয়েছে শত্রুভাবাপন্ন কিছু মানুষ এবং সেখান থেকে তারা ফিফার প্রতিনিধিদের বের করে দিয়েছে। পিএফএফ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে ফিফা ২০১৯ সালের সেপ্টেম্বরে একটি সাধারণ কমিটি করে দিয়েছিল, যেটার কাজ ছিল একটি সুন্দর একং সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব অর্পন করা।’