1. admin@ekdeshi.com : Ekdeshi :
  2. editor@ekdeshi.com : Ek Deshi : Ek Deshi
  3. editorch@ekseshi.com : Cherag Ali : Cherag Ali
মাঝনদীতে ফেরিতে আগুন, পুড়ে গেল ৬ ট্রাক

মাঝনদীতে ফেরিতে আগুন, পুড়ে গেল ৬ ট্রাক

  • সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
মাঝনদীতে ফেরিতে আগুন, পুড়ে গেল ৬ ট্রাক
মাঝনদীতে ফেরিতে আগুন, পুড়ে গেল ৬ ট্রাক

মাঝনদীতে ফেরিতে আগুন, পুড়ে গেল ৬ ট্রাক

মাঝনদীতে থাকা অবস্থায় ‘কলমীলতা’ নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফেরিটি লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট থেকে ভোলার দিকে যাচ্ছিল। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফেরিতে থাকা ১১টি মালবাহী ট্রাকের মধ্যে ৬টি পুড়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে মাঝনদীতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ফেরিতে থাকা লোকজন বলছেন, ট্রাকের স্টাফদের জ্বালানো মশার কয়েল কিংবা সিগারেট থেকেই এমন ঘটনা ঘটার সম্ভাবনা বেশি।

ফেরিটি লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট থেকে ছাড়ে রাত ৩টায়। ঘণ্টাখানেক পর মতিরহাট এলাকায় পৌঁছলে আগুন লাগার বিষয়টি টের পায় ফেরিতে থাকা লোকজন। ট্রাকের স্টাফ আলম সিকদার জানান, ফেরিতে খুব বেশি লোকজন ছিল না, বলতে গেলে ট্রাকের স্টাফরাই। গভীর রাত হওয়ায় সবাই তন্দ্রাচ্ছন্ন ছিলেন।

‘তাতে সবার অলক্ষ্যেই আগুন অনেকখানি ছড়িয়ে পড়েছিল। যখন আমরা টের পেয়েছি, তখন চেষ্টা করেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না।’ বলেন আলম সিকদার।

শেয়ার করুন:

আরোও খবর...
© All rights reserved ©Ekdeshi.com