আগামী ১৩ কিংবা ১৪ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। স্বাভাবিকভাবেই আজ মঙ্গলবারের (৯ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে রমজানের নিত্যপণ্যের চাহিদা ও যোগান নিয়ে আলোচনা হয়েছে। এ সময় রমজানকে সামনে রেখে ৬টি নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেহেতু সামনে রমজান তাই এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৬টি নিত্যপণ্যের কথা বলা হয়েছে- ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর, পেঁয়াজ ও আদা। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে এই পণ্যগুলোর কোনো সঙ্কট নেই। যে পরিমাণ চাহিদা, সেই তুলনায় ‘যথেষ্ট’ মজুত রয়েছে।
তাহলে তো আর রমজানে এসব পণ্যের দাম বাড়ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দামের বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে মজুদ যেহেতু পর্যাপ্ত, সেহেতু তো বাড়ার কথা না। যদিও সরবরাহ না থাকা কিংবা সিন্ডিকেটের কারণে অনেক সময় পর্যাপ্ত মজুত থাকার পরও দাম বেড়ে যায়।