স্প্যানিশ লা লিগায় আজ সোমবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচটিতে বার্সার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি ও সার্জিও দেস্ত। অপরদিকে একটি করে গোল করেন আন্তোনিও গ্রিজম্যান ও ওসমান দেম্বেলে।
এই বড় জয়ে লা লিগার শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল বার্সেলোনা। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেটিকোর চেয়ে চার পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে ওঠে এসেছে মেসিরা। আর তৃতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে তারা।
এদিকে এই ম্যাচটিতে খেলার মাধ্যমে বার্সেলোনা ফুটবল ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটা নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। এতোদিন এই রেকর্ডটির মালিক ছিলেন জাভি।