1. admin@ekdeshi.com : Ekdeshi :
  2. editor@ekdeshi.com : Ek Deshi : Ek Deshi
লাল কার্ড দেখলেন নেইমার, হারল পিএসজি

লাল কার্ড দেখলেন নেইমার, হারল পিএসজি

  • সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

লাল কার্ড দেখলেন নেইমার, হারল পিএসজি

লিগ ওয়ানের সেরা দল হতে লিলের বিপক্ষে এই ম্যাচটির জেতা খু্বই প্রয়োজন ছিল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জন্য। আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ১-০ গোলে জয় তুলে আবারও শীর্ষে উঠে এলো লিলে।

শনিবার পার্কে দো প্রিন্সেসে একমাত্র গোলটি করেন জনাথান ডেভিস। ম্যাচের ২০তম মিনিটে কানাডিয়ান এই ফরোয়ার্ডের গোলে এগিয়ে যায় লিলে।

সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা পিএসজি আক্রমণ চালানো পাশাপাশি ফাউলও করতে থাকে। প্যারিসের দলটির হয়ে হলুদ কার্ড দেখেন কিলিয়ান এমবাপে, লিয়ান্দ্রো পারাদেস, আব্দু ডিয়ালো, ইদ্রিসা গুয়ে।

অন্যদিকে লিলের জার্সিতে হলুদ কার্ড দেখতে হয় বেঞ্জামিন আন্দ্রে ও হোসে ফন্টে।

৯০ তম মিনিটে একটি থ্রো করাকে কেন্দ্র করে লিলের ডিফেন্ডার থিয়াগো জালোর সঙ্গে বল নিতে গিয়ে দ্বন্দ্বে জড়ান নেইমার। আগেই দুইজন একটি করে হলুদ কার্ড দেখায় শেষ পর্যন্ত লাল কার্ড দেখে দুইজনকেই মাঠ ছাড়তে হয়।

শেষ পর্যন্ত জয় তুলে ফ্রেঞ্চ লিগের শীর্ষ স্থানে ফিরল লিলে। ৩১ ম্যাচ খেলে দলটির মোট পয়েন্ট ৬৬। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে নেমে আসা পিএসজির সংগ্রহ ৬৩ পয়েন্ট।

শেয়ার করুন:

আরোও খবর...
© All rights reserved ©Ekdeshi.com