1. admin@ekdeshi.com : Ekdeshi :
  2. editor@ekdeshi.com : Ek Deshi : Ek Deshi
২৪ ঘণ্টায় ঢাকায় ৬৮ জন, মৃত্যু ১০ হাজার ছুঁইছুঁই

২৪ ঘণ্টায় ঢাকায় ৬৮ জন, মৃত্যু ১০ হাজার ছুঁইছুঁই

  • সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
২৪ ঘণ্টায় ঢাকায় ৬৮ জন, মৃত্যু ১০ হাজার ছুঁইছুঁই
২৪ ঘণ্টায় ঢাকায় ৬৮ জন, মৃত্যু ১০ হাজার ছুঁইছুঁই

২৪ ঘণ্টায় ঢাকায় ৬৮ জন, মৃত্যু ১০ হাজার ছুঁইছুঁই

গত বেশ কিছু দিন ধরে দেশে বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্ত। দুই-একদিন পর পর তৈরি হচ্ছে মৃত্যুর নতুন রেকর্ড। আজ বুধবার দেশে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। যার বেশির ভাগই ঢাকা বিভাগের। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে যে ৯৬ জনের মৃত্যু হয়েছে, যা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। বছরের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্তের পর একদিনে এত বেশি মানুষের মৃত্যু হয়নি। তাছাড়া মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটিও চলতি মাসের। যা হয়েছিল গত ১২ এপ্রিল। ওইদিন ৮৩ জনের মৃত্যু হয়েছিল। গত বছর মৃত্যুর রেকর্ড ছিল ৬৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে যারা মারা গেছেন তার মধ্যে ৬৮ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রামে ১২, খুলনায় ৫, বরিশালে ৫, সিলেটে ৩ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত দেশে ৯ হাজার ৯৮৭ জনের মৃত্যু ঘটেছে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩ হাজার ১৭০ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ০৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৩৩ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।

শেয়ার করুন:

আরোও খবর...
© All rights reserved ©Ekdeshi.com