সম্প্রতি পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুতে দায়ের করা মামলার আসামি স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকার কেরানীগঞ্জ তাকে হতে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৯ মে) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত সোমবার (৩ মে) মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া স্পিডবোট মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটের কাছে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় স্পিডবোটের ২৬ যাত্রী নিহত হয়।
দেখা যায়, ৪০০ স্পিডবোটের মধ্যে মাত্র ২৮টির অুনমোদন রয়েছে, আর বাকিগুলো অবৈধভাবে চালানো হচ্ছে। যত জন করে যাত্রী নেওয়ার কথা তার থেকেও অধিক করে নেওয়া হচ্ছে। এমনকি যাত্রীদের সঙ্গেও প্রায় সময়ই দুর্ব্যবহার করা হয় এবং বেশি ভাড়া আদায় করা হয়।