জাপানে শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় অনুয়ায়ী আজ শনিবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে দেশটির হোনশু দ্বীপের পূর্ব উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে।
দেশটির গণমাধ্যম জাপান টাইমস এ খবর দিয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৬০ কিলোমিটার গভীরে।
জাপানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএইচকে বলেছে, মিয়াগি অঞ্চলে ১ মিটার উঁচু পর্যন্ত সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে মিয়াগি জেলার ওয়াতারি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে প্রায় ৭ হাজার অধিবাসী রয়েছে।
অন্যদিকে, ভূমিকম্পের ফলে মিয়াগি জেলার কুরিহারা এলাকার দুই শতাধিক বাড়িতে বৈদুত্যিক সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে এনএইচকে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ মার্চ দেশটির ফুকুশিমা পারমাণবিক চুল্লি এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তখনও সুনামি সতর্কতা জারি করা হয়। তবে অল্প সময় পরই তা প্রত্যাহার করে স্থানীয় কর্তৃপক্ষ।